‘জুয়া খেলে ঋণ সেই টাকা পরিশোধ করতেই স্বর্ণ ব্যবসায়ী অমর সরকারকে হত্যা’

বিশেষ প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরের সারপাড় এলাকায় জুয়ার খেলে ঋণ করে দেনা টাকা পরিশোধ করতেই স্বর্ণ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে হত্যা করা হয় ব্যবসায়ী অমর সরকারকে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর জেলা পুলিশের কার্যালয়ে প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মিলন মাহমুদ এসব তথ্য জানান । হত্যা কান্ডের কর্মচারী অনিকের পর হৃদয় সূত্রধর (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে একই এলাকার গোপাল দেবনাথ (কাঠ মিস্ত্রি) এর ছেলে।

আসামি অনিকের দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২টার দিকে নারায়ণপুরের সারপাড় গ্রাম থেকে ওই যুবককে আটক করা হয়।
এ সময় ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়। স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নিতে এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে আসামিরা স্বীকার করেন। পরে আসামিকে আদালতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, স্বর্ণ ব্যবসায়ী অমর সরকার মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর বাজার মাধবী শিল্পালয় নামক জুয়েলারী দোকানের মালিক।
তিনি দোকান থেকে প্রতিদিনের ন্যায় (২১ ফেব্রুয়ারি) সোমবার ব্যবসার কাজ শেষ করে রাতে বাড়ি ফেরার পথে আসামিরা গলা কেটে তাকে হত্যা করে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
80 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন
