নবীনগরে বলাৎকারের অভিযোগে ইমাম গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদ্রাসা শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে সোহরাব উদ্দিন (৩৯) নামে এক ইমামকে গ্রেফতার করা হয়েছে। তিনি সুনামগঞ্জ জেলার দোয়ারা উপজেলার ক্যাম্পের হাট গ্রামের হাসমত আলীর ছেলে।
আজ বুধবার সকালে ওই ইমামকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার রাতে নবীনগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নাছিরাবাদ জোবেদা খাতুন জামে মসজিদের ইমাম সোহরাব হোসেন ইমামতির পাশাপাশি একটি মক্তবে চাকরি করতেন। ওই মক্তবের এক ছাত্রকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে একাধিকবার তাকে বলাৎকার করেন।
এই ঘটনায় ওই ছাত্রের পিতা বাদী হয়ে নবীনগর থানায় মামলা দায়ের করলে রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ বলেন, এই ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত ইমামকে গ্রেফতার করে জেল-হাজতে পাঠানো হয়েছে।
26 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন
