নবীন সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত!

হাইমচর প্রতিনিধিঃ
হাইমচর উপজেলার অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন নবীন সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

এতে রোজ স্পোটিং ক্লাব ট্রাইবেকারে ৩-২ গোলে বিজয় লাভ করেন। খেলাটি পরিচালনা করেন ক্ষুদিয়া বাজাপ্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক লক্ষণ চন্দ্র সরকার।
২৫শে ফেব্রুয়ারি, উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন নয়ানী লক্ষীপুর গ্রামে অবস্থিত বাজাপ্তী রমনীমহল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও নবীন সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা হাজী মোহাম্মদ আলী গাজী’র সভাপতিত্বে এবং সংগঠনের সাবেক সভাপতি রাসেল আহম্মেদ গাজীর সঞ্চালনায় প্রধান অতিথি’র আসন অলংকৃত করেন সংগঠনের উপ-পরিচালক দেওয়ান মোঃ আলমগীর হোসেন। বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা শারিরীক ও মানসিক বিকাশ সাধন করে।
সামাজিক সংগঠন নবীন সমাজ কল্যাণ পরিষদের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাচ্ছি যে, বাড়ন্ত বয়সের ছেলেদের অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে এতো সুন্দর একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার জন্য। খেলা শেষে বিজীত এবং পরাজিত দলের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের সকল নের্তৃবৃন্দ।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, সংগঠনের পরিচালক মোঃ মনির হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, সংগঠনের সদস্য মোঃ শরীফ হোসেন।
উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ওসমান মৃধা, মোঃ ইমরান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াছিন দেওয়ান, উপজেলা প্রেসক্লাব দপ্তর সম্পাদক মোঃ শরীফ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জাহিদ হাসান প্রমূখ।
82 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন
