মতলব উত্তরে ১ টি দোকান পুরে ছাই : ক্ষয়ক্ষতি প্রায় ৪ লাখ

সফিকুল ইসলাম রানা :
উপজেলার ছংগারচর পৌরসভার দক্ষিণ রুইতারপাড় কাজলী মার্কেটে ১টি দোকান পুরে ছাই হয়েছে। এতে প্রায় ৪ লক্ষ্য টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায়, ২৩ নভেম্বর মঙ্গলবার আনুমানিক রাত ৩ টার সময় কারেন্টর শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।
দোকান মালিক করিম মন্ডল জানা, প্রতি দিনের মত রাতে দোকান বন্ধ করে বাসয় গুমাতে যাই।কিন্তু রাত ৩ টার সময় আগুন লেগে কাট ফুটে যখন শব্দ হচ্ছিল তখন টের পাই। ডাক চিৎকার দিলে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তৎক্ষনে দোকানের সব মালামাল পুরে শেষ হয়ে গেছে। দোকানে থাকা ১টি ফ্রিজ, ২টি সেলাই মেশিন, টিভি, আকাশ,কাপর,নগদ টাকাসহ মুদি জাতীয় সকল প্রকার মালামাল পুরে ছাই।
তিনি আরও বলেন, আমি একজন দরিদ্র পরিবারের লোক।বিভিন্ন এনজিও থেকে ঋন নিয়ে দোকান করেছি। আগুনে পুরে আমি নি:শ্ব হয়ে গেছি। এখন সরকার যদি আমাকে সাহায্য সহযোগিতা করতো তাহলে উপকৃত হতাম।
69 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন
