Dead

হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক  :
চাঁদপুর জেলার হাজীগঞ্জে বড় ছেলের প্লাস্টিক ফ্যাক্টরী উদ্বোধনে এসে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে হাজীগঞ্জ উপজেলার বলাখাল বাজারস্থ এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাবা জিল্লুর রহমান (৪৬) ও ছোট ছেলে বায়জিত (৮) এর মৃত্যু হয়।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, তাদের গ্রামের বাড়ী বি-বাড়িয়া জেলার নাছির নগর উপজেলার শ্রীপুর।

বড় ছেলে জুবায়ের জানান, আজ বলাখাল বাজারে মদিনা প্লাস্টিক ফ্যাক্টরী উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে পাশের দোকানদারকে মিলাদের তাবারক দিতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়।

Hakim Mizanur Rahman New ad

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজেদুল করিম জোয়ার্দার দমকল বাহিনী নিয়ে ঘটনাস্থল থেকে শিশুকে উদ্ধার করে হাসপাতালে আনেন।

 হাজীগঞ্জ থানা তদন্ত ওসি ইব্রাহিম খলিল সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

 135 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন