কেভিএন উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত আতিক পাটোয়ারী

হাইমচর প্রতিনিধি :
হাইমচর উপজেলার ঐতিহ্যবাহি কেভিএন উচ্চ বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আতিকুর রহমান পাটোয়ারী।

২৬ মে’ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে শিক্ষা অফিসার একেএম মীর হোসেন এর সভাপতিত্বে এ নির্বাচন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় আতিকুর রহমান পাটোয়ারীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তিনি ৬ষ্ট বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বীতায় কেভিএন উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হন।
কে.ভি.এন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ মাহবুবুর রহমান এর প্রস্তাবনায় ও অভিভাবক সদস্য মোঃ মানিক কবিরাজের সমর্থনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ৬ষ্ঠ বারের মতো সভাপতি নির্বাচিত হন তিনি। এসময় নব নির্বাচিত সভাপতি মো. আতিকুর রহমান পাটোয়ারী বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুরোধে প্রতিবারের মত এবারও কেভিএন উচ্চ বিদ্যালয়ের সভাপতির দ্বায়িত্ব নিয়েছি।
বিগত দিনে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সহযোগীতা নিয়ে ব্যাপক উন্নয়ন করেছি যা দৃশ্যমান। আপনারা আমাকে ব্যবস্থাপনা কমিটির দ্বায়িত্ব দিয়েছেন আমি আমার দ্বায়িত্ব পালনে কোনরকম ঘাটতি রাখবো না। বরাবরের মতো সামনের দিনগুলিতেও আমার সর্বোচ্ছ দিয়ে বিদ্যালয়ের পাশে থাকবো। আমি বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে কাজ করবো, আপনারা শিক্ষকরা শিক্ষার মানউন্নয়নে কাজ করবেন। আমাদের সকলের প্রচেষ্টায় বিদ্যালয়টি সকল দিক দিয়ে সুনামের সহিত এগিয়ে নিয়ে যাব।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আমিন পাটোয়ারী বলেন, আতিক পাটোয়ারী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির দ্বায়িত্ব পালন সময়ে বিগত ৫ বার অবকাঠামো উন্নয়ন, শিক্ষক ও ছাত্রছাত্রীদের শিক্ষা বান্ধব বিভিন্ন সুযোগ সুবিধা, পড়া লেখার মানউন্নয়নসহ ক্রীড়া সাংস্কৃতিক কর্মকান্ডে প্রশংসীত হয়েছেন। তাই এবারও তিনি বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বিদ্যালয়ের ব্যস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাহেদ হোসেন দিপু পাটওয়ারী, শিক্ষক প্রতিনিধি বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রাকিবুল হাসান, লিয়াকত আলী, রিক্তা খাতুন, অভিভাবক সদস্য, জসিম চৌকদার, মহিলা সদস্য হাজেরা বেগম, আলগী উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মজিব উল্লাহ মানিকসহ বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য
96 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন
