chandpurreport 805

অসুস্থ আওয়ামী লীগ নেতার শয্যাপাশে সোহেল ভূইয়াসহ দলীয় নেতৃবৃন্দ

ওমর ফারুক সাইম, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি :
কচুয়া পৌরসভার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অসুস্থ নুরুল আমিনকে দেখতে  বুধবার রাতে তাঁর করইশস্থ নিজ বাড়িতে ছুটে যান পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হেসেন সোহেল ভূঁইয়া।

তিনি নুরুল আমিনের পাশে কিছু সময় অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। এবং স্থানীয় সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীরের দেওয়া ২০ হাজার টাকার একটি চেক অসুস্থ নুরুল আমিনের হাতে তুলে দেন।

এসময় তার সাথে ছিলেন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন অন্তর, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি জাবরুল হাসান শাহীন, দপ্তর সম্পাদক ফারুক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা সাহাবউদ্দীন, সেলিম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান মোতালেব, যুবলীগ নেতা আলী আক্কাস, সোহাগ, রুবেল।

ibn sina diabeties

ছবি: স্থানীয় সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীরের দেওয়া ২০ হাজার টাকার একটি চেক অসুস্থ নুরুল আমিনের হাতে তুলে দিচ্ছেন আকতার হোসেন সোহেল ভূইয়াসহ অনান্য নেতৃবৃন্দ।

 32 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন