850

আগামী নির্বাচনে যে-ই আসুক নৌকার বিজয় নিশ্চিত করতে হবে : মেজর রফিক

শাহরাস্তিতে নবনির্বাচিত আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ

আগামী নির্বাচনে যে-ই নৌকা নিয়ে আসবে সকলে একসাথে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়ন কাজ এগিয়ে চলছে। এ উন্নয়নের ধারা ধরে রাখতে হবে। অতীতে কি হয়েছে সবকিছু ভুলে যান। আগামী নির্বাচনে বিজয়ী হতে হলে সকল ভেদাভেদ ভুলে এখনই কাজ করতে হবে। এলাকায় নিজেকে অনেক বড় মাপের লোক হিসেবে চিন্তা না করে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ান। তাদের খোঁজ খবর রাখেন, তাদের পাশে থেকে কাজ করেন। তাহলেই আমাদের দলের প্রতি, দলের প্রতিটি নেতাকর্মীর প্রতি তাদের আস্থার সৃষ্টি হবে। আমি প্রত্যেককেই কাছে টেনে নিবো যারা অন্য বলয় তৈরি করতে চায় তাদের জন্য কিছুই বলার নেই। মঙ্গলবার (৬ ডিসেম্বর) শাহরাস্তি উপজেলা ও পৌর আওয়ামী লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে স্হানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, পৌর মেয়র আলহাজ্ব আবদুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, পৌর আওয়ামীলীগের সভাপতি আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী। মতবিনিময় সভায় প্রত্যেক ইউনিয়ন আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন।

 123 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন