chandpurreport 1062

কচুয়ায় আলোর মশালের উদ্যোগে ৩ অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান

কচুয়া প্রতিনিধি  :
কচুয়ায় সামাজিক যুব সংগঠন আলোর মশালের উদ্যোগে সড়ক দূর্ঘটনায় আহত ও শারীরিক প্রতিবন্ধী ৩জন ব্যক্তিকে চলাচলের জন্য হুইল চেয়ার দেয়া হয়েছে।

শনিবার পৃথক ভাবে আলোর মশালের সদস্যবৃন্দ ওই তিন ব্যক্তিকে হুইল চেয়ার পৌঁছে দেন। হুইল চেয়ার পাওয়া ব্যক্তিরা হচ্ছেন, হাজীগঞ্জ উপজেলার বেলঘর গ্রামের অসহায় আব্দুল জলিলের ছেলে সড়ক দূর্ঘটনায় আহত আজাদ মিয়া, কচুয়া উপজেলার কড়ইয়া গ্রামের সফিউল্যাহ স্ত্রী শারীরিক প্রতিবন্ধী আম্বিয়া খাতুন ও একই উপজেলার করইশ গ্রামের পায়ে জটিল রোগে আক্রান্ত আবুল খায়ের।

ibn sina piles

এসময় আলোর মশালের উপদেষ্টা পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি,উপদেষ্টা ওমর খৈয়াম বাগদাদী রুমি,সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিন,ুসভাপতি ওমর ফারুক সায়েম,সাধারন সম্পাদক ফরহাদ হোসেন,যুগ্ন সাধারন সম্পাদক শাহাদাত হোসেন সুমন,রাকিব হোসেন রাজু,রক্তদান বিষয়ক সম্পাদক রনি সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 140 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন