ফরিদগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ আনিছুর রহমান সুজন ::
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ ফরিদগঞ্জ এ আর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সদ্য প্রকাশিত ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেয়া দেয়া হয়েছে।
৩ ডিসেম্বর সকালে বিদ্যালয়ের মিলনায়তনে প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল এর সভাপ্রধানে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চকবর্তী, বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনসর উদ্দিন, সুলতানা রাজিয়া, মাহবুব আলম সোহাগ, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রাজন গাজী, হুমায়ারা তানজীন ও তাসলিমা তিশা প্রমুখ। উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক জেসমিন আক্তার, নিগার সুলতানা, শিউলী আক্তার, আব্দুল আলী, সাখাওয়াত হোসেন, সাংবাদিক আনিছুর রহমান সুজন ও শামীম হাসান।

উল্লেখ্য, চলতি বছর বিদ্যালয় থেকে শতভাগ পাশ করার সাথে সাথে বিজ্ঞান , বাণিজ্য ও কারগরি শাখা থেকে ৪৯জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে।
77 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন
