চাঁদপুরে শেখ রাসেল কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন

সাদ্দাম হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট :
আগামী ৭-৮ ফেব্রুয়ারি চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শেখ রাসেল কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক কমিটির আহবায়ক ও জেলা স্বেচ্ছাসেবক লীগ ক্রীড়া সম্পাদক আব্দুল মবিন জনি।

এ ব্যাপারে জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক ফেরদাউস মোর্শেদ জুয়েল বলেন ‘গড়বো মোরা সংগঠন, করবো মোরা উন্নয়ন’ এ স্লোগান ধারণ করে চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুরের সবচাইতে বড় ব্যাডমিন্টন টুর্নামেন্ট। তিনি জানান, চাঁদপুরের সকল উপজেলা থেকে দু’টি করে দল এ টুর্নামেন্টে অংশ নেবে। প্রতি দলে খেলোয়াড় থাকবে দু’জন।
চাঁদপুরের ৮ উপজেলা থেকে ২টি করে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। চাঁদপুর জেলার বাইরের কোনো খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে না, এমনকি জাতীয় পর্যায়ের কোনো খেলোয়াড়ও এ টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না। ৪ ফেব্রুয়ারির মধ্যে খেলোয়াড় লিস্ট জমা দিতে হবে। প্রত্যেক উপজেলার জন্য আলাদা জার্সি পরিধান করতে হবে।
এক দলের খেলয়াড় অন্য দলে খেলতে পারবে না। প্রত্যেক উপজেলা থেকে স্বেচ্ছাসেবক লীগ, চাঁদপুর জেলার ২ জন নেতা টিম লিডারের দায়িত্ব পালন করবে। এম এ মবিন জনি -01717-588005, রাসেল আহমেদ -01715-132446 আয়োজনে শেখ দাদন বিন আলমগীর, 01956-591925 ইঞ্জিঃ রুবাইত আহমেদ উংস 01794-666056 যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে।
18 সর্বমোট পড়েছেন, 3 আজ পড়েছেন
