শাহরাস্তিতে ফিটনেস বিহীন ট্রাকের ধাক্কায় শিশু নিহত
মোঃ কামরুজ্জামান সেন্টু :
চাঁদপুরের শাহরাস্তিতে ফিটনেস বিহীন ট্রাকের ধাক্কায় এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে।
সোমবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরনাইয়া গ্রামের হাজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
সরজমিন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চিতোষী থেকে মুদাফ্ফরগঞ্জগামী একটি ট্রাক (ফেনী-ন ১১-০৫৭৪) উপজেলার বেরনাইয়া বাজার অতিক্রম করাকালে শিশু দ্বীন মোহাম্মদ (০৪) রাস্তা পারাপারের সময় ওই স্থানে দুর্ঘটনায় পতিত হয়।
ওই সময় দ্রুতগতির ট্রাকটির সাথে শিশু দ্বীন মোহাম্মদের ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জানা যায়, গাড়িটির মালিক উপজেলার উঘারিয়া গ্রামের আঃ হান্নান ও চালক একই গ্রামের সোহরাব হোসেন।
স্থানীয়রা জানায়, গাড়িটি দ্রুত গতিতে থাকায় চালক নিয়ন্ত্রণ রাখতে পারেনি। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
সংবাদ পেয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন ঘটনাস্থলে হাজির হন।
জানা যায়, নিহত দ্বীন মোহাম্মদ রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরনাইয়া হাজী বাড়ির শরিফুল ইসলামের পুত্র। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আইনি ব্যবস্থা নেয়া হয়নি।
48 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন