chandpurreport 1184

হাইমচর দারুন্নাজাত মডেল মাদ্রাসায় ছবক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

হাইমচর প্রতিনিধি :

চাঁদপুরের হাইমচর দারুন্নাজাত মডেল মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের মাঝে ছবক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২৩ জানুয়ারী সোমবার সকালে উপজেলা ছোট লক্ষীপুর গ্রামের ছৈয়াল বাড়ি মোড়ে অবস্থিত হাইমচর দারুন্নাজাত মডেল মাদ্রাসায় ছবক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালক মাওঃ মোঃ মাহবুবুর রহমান মোল্লার তত্বাবধানে মাওলানা আলি হোসেন ও মাওলানা খোরশেদ আলম এর যৌথ পরিচালনায় এবং মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওঃ মোঃ জাকির হোসাইন খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনির উজ্জামান খাঁন, ছোট লক্ষীপুর জামে মসজিদের সভাপতি সিরাজুল ইসলাম পাটোয়ারী প্রমুখ।

দোয়া পরিচালনা করেন ছোট লক্ষীপুর দারুসুন্নাহ নেছারীয়া হাফিজয়া মাদ্রসায়া মুহ্তামিম আলহাজ্ব হাফেজ মোঃ আমিন উল্লাহ।

ibn sina diabeties

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম সোহেল পাটোয়ারী, সাংবাদিক আব্দুর রহমান (রিয়াদ), কাটাখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ নাজিম উদ্দীন, হাফেজ আবুু তাহের মিয়াজি, ফরিদগঞ্জ দারুন্নাজাত মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ইমাম হোসাইনসহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

 63 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন