chandpurreport 1294

ওমরা পালনে ফরিদগঞ্জ পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতির সপরিবারে সৌদি গমন

মোঃ আনিছুর রহমান সুজন :

পবিত্র ওমরা হজ্জ পালনের উদ্দেশ্যে ফরিদগঞ্জ পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান পাটওয়ারী সপরিবারে সৌদি যাত্রা করেছেন।

তিনি ২০মার্চ সোমবার রাত আনুমানিক ১টার শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরব যাত্রা করবেন। তিনি সময় স্বল্পতার কারণে রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব পাড়া-প্রতিবেশী অনেকের সাথেই দেখা করে যেতে পারেননি তাই সকলের কাছে দোয়া কামনা করেন।

তিনি ১৫দিন পর ওমরা হজ্জ পালন শেষে ৩রা এপ্রিল সপরিবারে দেশে ফিরবেন। এদিকে অসুস্থতার কারনে মজিবুর রহমান পাটওয়ারী মা ওমরা হজ্জ পালনে যেতে পারছে না হাসপাতালে ভর্তি রয়েছেন মায়ের সুস্থতার জন তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

ibn sina piles

 25 সর্বমোট পড়েছেন,  17 আজ পড়েছেন

শেয়ার করুন