প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ বিএনএম মহাসচিবের

ফরিদগঞ্জ  প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের নোঙ্গর প্রতীকের প্রার্থী বিএনএম মহাসচিব ড. মোহাম্মদ শাহজাহান প্রশাসনের প্রতি পক্ষপাতের অভিযোগ তুলেছেন।

মঙ্গলবার (২ জানুয়ারী) ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের নারী ভোটারদের ভোটকেন্দ্রে আসার জন্য উদ্বুদ্ধকরণ সভায় প্রার্থীদের জন্য নির্ধারিত স্থানে আওয়ামীলীগ প্রার্থীকে বসতে না দিয়ে অনুষ্ঠানের আয়োজক প্রশাসনিক কর্মকর্তাদের সারিতে বসানোর ঘটনাকে কেন্দ্র করে বক্তব্য দিতে গিয়ে তিনি এই অভিযোগ করেন।

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিএনএম মহাসচিব ও এই আসনের নোঙ্গর প্রতীকের প্রার্থী বলেন, আয়োজক তথা প্রশাসনের কর্মকর্তারা অনেক বিনয়ী ও ভদ্র। অনেক সময়ে অনেক কিছু চাইলেও বলতে পারেন না, আজ যেটা হলো। প্রার্থীদের জন্য নির্ধারিত সারিতে আওয়ামীলীগ প্রার্থীকে বসার জন্য না বলে আপনাদের পাশে বসতে দিলেন। ইতিমধ্যেই আমরা শুনতে পারছি, এই পক্ষ ওই বাড়িতে লাঠি জড়ো করছে, তো ওই পক্ষ অপর বাড়িতে অস্ত্র জমা করছে। একপক্ষ ঢাকা থেকে সস্ত্রাসী ভাড়া করে আনছে তো অপরপক্ষও তাই করছে। তখনও যদি আপনারা চক্ষু লজ্জ্বায় কিছু না বলতে পারেন, আমরাতো চক্ষু লজ¦ায় কোন কিছু বলতে পারি নি, তিনিতো কাজ করে ফেলেছেন। তাহলেতো আমাদের সর্বনাশ হয়ে যাবে। আপনাদের চক্ষু লজ্জ্বা এড়িয়ে কঠোর হতে হবে। আমরা এখানে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনে অংশ গ্রহণের জন্য পড়ে রয়েছি। তা যদি না হয়, তাহলে আমিসহ আমার দলের ১০২ জন প্রার্থীকে নির্বাচন থেকে সরে যাওয়া ছাড়া বিকল্প থাকবে না। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবো।

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

সভায় ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌলি মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ।

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মুহম্মদ শফিকুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের নোঙ্গর প্রতীকের প্রার্থী ড. মোহাম্মদ শাহজাহান, বাংলাদেশ পিপলস পার্টির আম প্রতীকের প্রার্থী আবদুল গনি।

উল্লেখ্য, অনুষ্ঠানের আয়োজকরা প্রার্থী, গণমাধ্যম এবং আয়োজকদের জন্য বসার আলাদা ব্যবস্থা করে।

Loading

শেয়ার করুন